গলে অম্বর ধরি জোরি যুগল কর
বিশাখা সখি পুন কহই।
হাম সব কহে তুয়া অনুগা কহইয়ে
মিছাই নিকটে তব রহই।।
মানিনি মান সমাপি সদয় হও
হেরই নাহ-বয়ন।
খেনে দোষ বাত কত কও হোয়ত
জারেতে সব দিন না রহে সমান।।
পুন অবধি ল রাই।
যে কয়লি সে কয়লি অব ঝুট নাহি সাজই
করে ধরি লাখ বুঝাই।।
এত শুনি রাই বদন ফেরি বৈঠল
বিশাখার বচন উপেখি।
নাস অঙ্গুলি করি সব সখি রহতহি
গোবিন্দদাস দূরে দেখি।।