গুণিগণ করে গান লইয়া বিবিধ তান
বাদ্য পদ্য অতি মনোহর।
নাচয়ে নর্তক তথি জিনিয়া খঞ্জন গতি
হস্তী আদি তাহার উপর।।
গান বাদ্য নৃত্য রসে সভাই আনন্দে ভাসে
পুন পুন করে আস্বাদনে।
দিয়া রাজা বহুধন তুষিলেন গুণিগণ
তার পাছে দিল কবিগণে।।
পেট মোটা ঠেঁটা ভাট গান বাদ্য রাখি নাট
রায়বার পড়ে তড়াবড়ি।
আসিয়া ভাঁড়ের ঠাট জুড়িলা বিনোদ নাট
দোহেঁ মিলি করে হুড়াহুড়ি।।
হাসি হাসি রামকানু কৌতুক দেখিতে পুনু
তার মাঝে ফেলি দিলা ধন।
ভাঁড়ে ভাটে কাড়াকাড়ি মারামারি পাড়াপাড়ি
কৌতুক দেখয়ে সভাজন।।
তবেত দেখিয়া রাতি রক্তক আসিয়া তথি
কহিল রাজার কানে কানে।
মাতা পাঠাইল মোরে নিতে রাম দামোদরে
তুরিতে করহ সমাধানে।।
নন্দ সন্ধান শুনি ভাঁড়ে ভাটে ডাকি আনি
ধন দিয়া ঘুচাইল দুখ।
প্রজাগণে আশ্বাসিয়া রাম দামোদর লৈয়া
ঘরে গেল করি মহাসুখ।।
দেখি শুনি নৃত্যগীত আনন্দে মগন চীত
সভাজন নিজ ঘরে যায়।
আসি রাম দামোদর বসিলা আসন পর
সময়ে শেখর রস গায়।।