গৃহে রাধা ঠাকুরাণী প্রভাত সময় জানি
জাগি কৈলা দন্তধাবন।
সঙ্গী সঙ্গে রসোদ্গার স্নানবেশ মনোহর
তবে গেলা নন্দের ভবন।।
পথে গোদোহনে হরি কৌতুকে দর্শন করি
যশোমতীগৃহে আগমন।
করিয়া রন্ধনর্কায্য কৃষ্ণভুক্তশেষ ভোজ্য
ভুঞ্জি তবে কৈলা আচমন।।
ব্রজেশ্বরী বধূ প্রায় লালন করিলা তায়
দিলা বহু বাসবিভূষণ।
প্রাতঃকালের লীলাসূত্র সংক্ষেপে যে কিছুমাত্র
উদ্ধব করিল বিরচন।।