গোকুল দেব দেয়াসিনি আওল
নগরহিঁ ঐছে ফুকারি।
অরুণ বসন পরি জটিল বেশ ধরি
কানু দ্বার মাহা থারি।।
শুনি ধনি জটিলা তুরিতে চলি আওল
হেরইতে চমকিত ভেল।
হামারি বধূর রিতি হেরি জনু আন মতি
কহি নিজ মন্দির নেল।।
দেব দেয়াসিনি কান।
জটিলাবচনে সুধামুখি নিয়ড়হি
একদিঠে নেহারে বয়ান।।ধ্রু।।
কহ তব অতনু দেব ইথে পাওল
হৃদি মাহ পৈঠল কাল।
নিরজনে সোই মন্ত্রে যবে ঝাড়িয়ে
তব ইহ হোয়ব ভাল।।
এত শুনি জটিলা ঘরহু দোহেঁ লেয়ল
নিরজনে দুহুঁ এক ঠাম।
সব নিকসল বাহিরে বৈঠল
পূরল কানু মনকাম।।
বহুক্ষণ অতনু- মন্ত্র পড়ি ঝাড়ল
ভাগল তবু সোই দেবা।
দেব-দেয়াসিনি ঘর সঞে নিকসল
চাতুরি বুঝব কেবা।।
জটিলা বহুত ভকতি করি হরষিতে
কতহুঁ ভীখ আনি দেল।
কহ শেখর বর ভীখ লেই তব
সোই দেয়াসিনি গেল।।