জটিলা ভুলিলা রাইয়ের বোলে।
প্রবোধে বধূরে করিয়া কোলে।।
কি বোল বলিলা রাজার ঝি।
যশোদা শুনিলে বলিবে কি।।
কত না আদর করয়ে মোরে।
বিবিধ ভূষণে ভূষিল তোরে।।
তোমারে বাছনি বলিব কি।
জানিবে যশোদা আমার ঝি।।
কি ধন নাহিক তাহার ঘরে।
কতেক রান্ধনী রাখিতে পারে।।
তাহার আমার একই ঘর।
তারে কি জানিয়ে আপন পর।।
গণকে গণিয়া কহিল তারে।
তোর হাতে খাইলে প্রমায়ু বাড়ে।।
বর দিল তাহে দুর্বাসা মুনি।
তোমার রন্ধন অমৃত জিনি।।
যে খায় সে হয় অজরামরে।
এই লাগি তোরে যতন করে।।
যদি বিধি তোহে এমতি কৈল।
মোর ভাগ্য বলে এসব হৈল।।
আপনার ঘরে করিবে কাজ।
ইহাতে তোমার কিসের লাজ।।
যেজন ইহাতে কহিবে কথা।
মাথার উপরে হয়্যাছে মাথা।।
ও মোর বাছনি তোলহ মুখ।
আয়ান শুনিলে পাইবে দুখ ।।
আসিবে যাইবে যশোদা কাছে।
শেখর সঙ্গতি কি ভয় আছে।।