চূড়ক চূড়ে ময়ূর শিখণ্ডক
মণ্ডিত মালতি মাল।
সৌরভে উনমত ভ্রমরা ভ্রমরি কত
চৌদিগে করত ঝঙ্কার।।
সজনি! কো কহে কাম অনঙ্গ।
কেলি কদম্বতলে সো রতিনায়ক
পেখলুঁ নটবরভঙ্গ।।ধ্রু।।
কতহুঁ বিষম শর নয়নতূণ ভর
সঞ্চরু ভাঙ কামানে।
নাগরি নারি- মরম মাহা হানই
লখই না পারই আনে।।
শ্রুতিমূলে চঞ্চল মণিময় কুণ্ডল
দোলত মকর আকার।
গোবিন্দদাসিয়া অতয়ে অনুমানল
মদনমোহন অবতার।।