চূড়ক চূড়ে শিখণ্ডি শিখণ্ডক
মণ্ডিত মালতি-মাল।
সৌরভে উনমত ভ্রমরা ভ্রমরি কত
চৌদিশে করত ঝঙ্কার।।
সজনি! কো কহ কাম অনঙ্গ।
কেলি-কদম্ব-তলে সো রতি-নায়ক
পেখলুঁ নটবর-ভঙ্গ।।
কতহুঁ বিষমশর নয়ন-তুণ ভর
সঞ্চরু ভাঙ-কামান।
নাগরি-নারি মরম মাহা হানই
লখই না পারই আন।।
শ্রুতি-মূলে চঞ্চল মণিময় কুণ্ডল
দোলত মকর-আকার।
গোবিন্দদাস অতয়ে অনুমানল
মদনমোহন অবতার।।