জটিলা শাশ ফুকরি তহিঁ বোলত
বহুরি বেরি কাহে থাড়ি।
ললিতা কহত অমঙ্গল শূনল
সতি পতিভয় অব গাঢ়ি।।
শুনি কহে জটিলা ঘটিল কি অকুশল
ঘর সঞে বাহির হোয়।
বহুরিক পাণি পাণি ধরি হেরই
কিয়ে অকুশল কহ মোয়।।
যোগেশ্বর ফেরি বহুরি পাণি ধরি
কুশল করব বনদেব।
এহ এক অঙ্ক বঙ্ক নিশঙ্কহু
বনহিঁ পশূপতি সেব।।
পূজক মন্ত্র তন্ত্র বহু আছয়ে
সো ইহ কছু নাহি জান।
জটিলা কহ আন দেব কাহাঁ পাওব
তুহুঁ বিজ কর ইথে দান।।
এত কহি দোঁহে মন্দির পরবেশল
দুঁহুজনে ভেল একঠাম।
মনমথমন্ত্র পাঢ়াওল দুঁহুজনে
পূরল দুহুঁ মনকাম।।
পুন দুহুঁজন মন্দির সঞে নিকসল
জটিলা সনে কহে ভাখি।
অব ইহ গৌরী আরাধনে যাওব
বিধবা জনে ঘরে রাখি।।
এত কহি সবহুঁ চলল নিজ মন্দিরে
যোগি চরণে পরণাম।
গোবিন্দদাসিয়া কহ নটবর শেখর
সাধি চলল মনকাম।।