গোকুল নগরে আমার বঁধুরে
সবাই আপনা বাসে।
হাম অভাগিনী আপন বলিলে
দারুণ লোকেতে হাসে।।
সই, কি জানি কি হৈল মোরে।
আপনা বলিয়া দুকুল চাহিয়া
না দেখি দোসর পরে।।
কুলের কামিনী হাম একাকিনী
নহিল দোসর জনা।
রসিক নাগর গুরু জনা বৈরি
এ বড় মূরখপণা।।
বিধির বিধান এমন করণ
বুঝিনু করমদোষে।
আগেতে বুঝিয়া না কৈল সুঝিয়া
কহে দ্বিজ চণ্ডীদাসে।।