গোঠেরে সাজিল বিনোদিয়া।
আভীর বালকগণ গায় রামকৃষ্ণগুণ
রৈল চাঁদমুখ চাঞা।।
আনিন্দিত নন্দরাণী সাজাইয়া যদুমণি
নানা আভরণ পীত বাস।
রূপ হেরি ব্রজনারী আঁখির নিমিখ ছাড়ি
পীয়ে রূপ না যায় পিয়াস।।
সে পদপল্লব বিরিঞ্চির দুর্লভ
যোগীর ধ্যানে অতি দূর।
ভাগ্যবতী নন্দরাণী পাইয়া পরশমণি
পায় ধরি পরায় নূপুর।।
গোঠে যায় শ্রীহরি চূড়া বাঁধে মন্ত্র পড়ি
পীঠে দিল পাটকি ডোর।
ধড়ার আচল ভরি খাইতে দিল ক্ষীর ননী
কাঁদে রাণী হইয়া বিভোর।।
আহীর বালক সঙ্গী কতজন কত রঙ্গী
তার মাঝে শ্যাম নটরায়।
ধ্বজ ব্রজাঙ্কুশ চিহ্ন রোহি চলে ভিন্ন ভিন্ন
গোবিন্দদাস তাঁহা চায়।।