গোধূলিধূসর শ্যামরঅঙ্গ।
আওল সকল সখাগণ সঙ্গ।।
ব্রজবধূগণ করু জয়জয়কার।
হেরইতে সুবদনী মদনবিকার।।
নয়নে নয়নে কত ভাবতরঙ্গ।
সময় না বূঝত উমত অনঙ্গ।।
সুবল সখা তব লেই চলু কান।
সহচরগণ ঘর করল পয়ান।।
গোঠহিঁ গোগণ কয়ল প্রবেশ।
গোপগণে দোহনে কয়ল নিদেশ।।
শ্যামবামকর ধরি বলরাম।
যশোমতী চরণে করল পরণাম।।
যতনহি যশোমতী দুহুঁ করু কোর।
ঝর ঝর স্তনখীর নয়নক লোর।।
দুহুঁমুখ চুম্বয়ে গদগদভাব।
গোপতে নেহারত মাধবদাস।।