গোপ গোঙারসি বনে বনে ফিরসি
ভূষণ করসি বনফুল।
তুহুঁ কিয়ে জানবি প্রেম সুধানিধি
মন-মহাধন-মূল।।
মাধব এ কিয়ে সাহস তোহারি।
সো অপরাধ জানি তোহে রোখল
তুহুঁ কাহে আওলি ছোড়ি।।
যদি কহ চাটুবচন কহি শত বেরি
চরণে লোটায়লুঁ হাম।
তবহুঁ ত সুন্দরী মঝু মুখ না হেরল
অতয়ে করল অছু কাম।।
একে নব নাগরী রজনী উজাগরি
দংশল মান-ভুজঙ্গে।
অবনত আননে বৈঠল তব ধনি
গরবিনী মান-তরঙ্গে।।
অতয়ে সে অনুনয় বচন না শুনল
না হেরল তোহারি বয়ান।
গোবিন্দদাস ইথে তোহে কিয়ে দোষব
পিরিতিক রীত নাহি জান।।