গোপিণী সকল জলে যায় প্রিয় সজনী কালাচান্দে মুররী বাজায়।
গোকুলের যত নারী সকলে আনন্দ করি এ গো ঘাটে চলে যথা শ্যামরায়।
কলসী কাংখেতে করি সকলে মন্ত্রণা করি এ গো প্রেমমালা পরায় গলায়।
নীলবস্ত্র শোভে অঙ্গে জলেতে চলয় রঙ্গে নীলবস্ত্র বাতাসে উড়ায়।
করি সবে জয়ধ্বনি চলে যত প্রেয়সিনী আনন্দ রঙ্গেতে জলে যায়।
চলে যত ব্রজ দারা কুরঙ্গ নয়নী যারা কটাক্ষেতে প্রাণ নিয়ে যায়।
আগর চন্দন অঙ্গে জলেতে চলয় রঙ্গে সু বাত্যায় চামর দোলায়।
আগে পাছে সর্বধনী মধ্যে রাধা চন্দ্রমণি ঘাটে গিয়ে পুলিনে দাঁড়ায়।
গোপীগন জলে যায় বেহার সম্বাদ গায় প্রবেশিল কদম্ব তলায়।
চন্দ্রাবলী বিশখায় শ্রীমতী শ্রীরধিকায় আনন্দিত বিরাজ খেলায়।
হেরিয়ে পরশমণি প্রণামিল সর্বধনী মূররী বাজায় শ্যামরায়।
শিতালং ফকিরে কহে অন্তরে আনল দহে ঝুরে প্রাণ তোর প্রেম দায়।