গোপী-গণের দুঃখ মরমে জানিয়া
শ্যাম সে আইল ত্বরা।
মৃত-দেহে যেন জীবন পাইল
তেমতি মানয়ে তারা।।
সভাই আনন্দে ভাসি।
চকোর যেমন বিধু-বরে মিলে
তেমতি মিলিল আসি।।ধ্রু।।
অম্বুজ জিনিয়া শ্যাম-মুখ খানি
সভাই দেখিয়া ভোরা।
আনন্দ-সাগরে সাঁতার না জানে
দু-নয়নে প্রেম-ধারা।।
বন-মালা গলে কিবা সে সাজিছে
পীত পিন্ধন তায়।
মন্মথের মন মথন করিছে
নিমানন্দ দাসে গায়।।