গোরা রসময় দেহ প্রেমাম্বু চৈতন্য নেহ
ঘন অতি অমৃতের সার।
চৈতন্য সুহৃদ যেই প্রেম কল্পদ্রুম হই
কাহা কতি করল সঞ্চার ।।
সেই সে চৈতন্য প্রেমা দর্প গর্ভময় সীমা
স্বতঃসিদ্ধ অসীম গরিমা।
ভাবি ভব বিরিঞ্চাদি যোগ ধ্যানে নিরবধি
কোটি কল্পে না পায়েন সীমা।।
ভক্তিতনে সম্ভধন (?) নাহিক যাহার সম
বেদশাস্ত্রে অগোচর বিধি।
যুক্তি ভক্তি মতাচারি রতিরস প্রেমাধুরি
সাধি সিদ্ধ কৈছে ভাববিধি।।
যুগাক্ষরে বর্ণ বীজ কৃষ্ণ এই গৌরাঙ্গ নিজ
চৈতন্য প্রকট পরকাশ।
স্বরূপ রূপ সনাতন সপ্রেয়সী সহগণ
সঙ্গে আস্বাদিলা শ্রীনিবাস।।
সে দয়া হৃদয়ানন্দে মো দীন দুর্দৈব অন্ধে
দেখ হৈলা প্রেমরসপুর।
রামচন্দ্র ভাগ্যবান আস্বাদি কৈল সমাধান
শেষে নরোত্তম সদা ঝুর।।