গো সজনী সই আমার বন্ধু নি মিলিবা চান্দরূপে।
তোমারে নি বলিয়াছইন মিলিবা স্বরূপে।
সজনী সই শুন গো সখী দয়াময়ী তোমাতে মরম কহি।
যত ইতি বিরহের কাহিনী।
সম্বাদ বলয়ে মোরে ধরিয়ে চরণ তোর কাহার মন্দিরে নীলমণি।
বিচ্ছেদ অনলে মোর অঙ্গ জ্বলে নিরন্তর বিরহেতে চিত্ত ব্যাকুল ।
কি করি মুই হায় হায় কলঙ্কিনী তোর দায় প্রেম ভাবে গেল জাতি কুল।
শুন গো সখী কমলিনী প্রেম শেল গুণমণি অন্তরেতে করিয়াছে ঘাও।
বন্ধু কি বলিমু তোরে প্রাণে বধিয়া মোরে কর্মদোষে ফিরিয়া না চাও।
হৃদয়েতে কাম শর অন্তরে হানিল মোর সর্বাঙ্গেতে জ্বলন্ত অনল।
চন্দ্র গোসাই বিনে আর ঔষধ নাহি তার দরশনে করয়ে শীতল ।
মুহন্ত হইল যারা সমাইর সঙ্গে তারা প্রেমভাবে থাকে লা মুকাম।
মলকুত করিয়া ভর জবরুতে মারিয়া পর স্বরূপ দেখে তারা রূপে বেনিশান।
শিতালং ফকিরে কহে হৃদয়ে আনল দহে জ্বলিয়া হইলু ভস্মাকার।
রসিক বন্ধুয়া স্মরি নিরলি বসিয়া ঝুরি আইস প্রিয়া মন্দিরে আমার।