গো সজনী সই নিকুঞ্জেতে মোর মন ঝুরে।
কদম ডালে দহে হিয়া না দেখি তোমারে।।
চাঁদরূপ না দেখিয়া আকুল হইয়াছি হিয়া। অন্তরেতে অনল জ্বলে মোর।।
তুই বন্ধু আসিবে করি পন্থ নিরখিয়া ঝুরি। স্বরূপে হেরিতে রূপ তোর।
প্রেমের ভিখারী আমি কৃপা যদি কর তুমি । ভিক্ষা দিয়া প্রাণ রক্ষা কর।।
আমি দোষী অপরাধী দরশন দেও যদি, পাপ নষ্ট হইয়া যাবে মোর।।
নিকুঞ্জ মন্দির ঘর প্রকাশ না হয় মোর, অন্ধকার হইল বিষম।।
বৃন্দাবনে গোপীগণ আকুলিত হৈল মন, কোকিলায় ত্যজিল পঞ্চম।।
বৃন্দাবন অন্ধকার তোর শোকে ছারখার, প্রেমানলে জ্বলি হৈল ভস্ম।।
পুষ্পেতে না বসে অলি মকরন্দ আছে খুলি, ভমরায় না করয়ে পরশ।।
আমাকে অনাথ করি গিয়া রইলায় মধুপুরি, গোকুল না কর আগমন।।
নিকুঞ্জ মন্দিরে মোর আইস প্রিয়া প্রাণেশ্বর, প্রকাশিত কর বৃন্দাবন।।
তুই বন্ধু আসিবে যবে আনন্দেতে বিরাজিবে, সুগন্ধি হইবে সর্বস্থান।।
হৈবে অতি কোলাহল ফুটিবে কদম্ব ফুল, অলিয়ে করিবে মধুপান।।
নিকুঞ্জে আসিবে বন্ধু যেন পূর্ণিমার ইন্দু, ত্রিপুন্নী হইবে দীপ্তিময়।।
মথুরায় ঘণ্টা মারি শ্রীকুলায় শব্দ করি, চাঁদরূপে হইবে উদয়।।
সজনী সই প্রাণ প্রিয়া আকুলিতে হৈল হিয়া, দরশন দিয়া রাখ প্রাণ।।
দেখিমু স্বরূপেতে ফটিকের দালানেতে, যথা হয় কামরসদান।।
শিতালাং ফকিরে বলে হিয়াদহে প্রেমানলে, রহে আকুল মোর মন।।
ক্ষমা করি অপরাধ পুরাও মনের সাদ, প্রেম ভাবে করয়ে মিলন।।