গৌরাঙ্গ চরিত আজু কি পেখলুঁ মাই।
রাধা রাধা বলি কাঁদে ধরিয়া গদাই।।
ধরিতে না পারে হিয়া ধরণী লোটায়।
ধূলা লাগিয়াছে কত ওনা হেম গায়।।
সে মুখ চাহিতে হিয়া কি না জানি করে।
কত সুরধুনী-ধারা আঁখি বাহি পড়ে।।
মৈনু মৈনু কেন গেনু সে পথ বাহিয়া।
ধৈরজ না ধরে চিতে ফাটি যায় হিয়া।।
দেখি দাস গদাধর লহু লহু হাসে।
এ যদুনন্দন কহে ওই রসে ভাসে।।