গৌরাঙ্গ বিচ্ছেদ কথা বিষ্ণুপ্রিয়া শুনি।
বজর পড়িল মাথে লোটারে ধরণী।।
সন্ন্যাসী হইয়াছিল শুনিতাম বারতা।
তাহাও বঞ্চিত কৈলে দারুণ বিধাতা।।
বিলাপ শুনিয়া পশুপাখি নহে স্থির।
নরনারীগণ কান্দে বৃক মেলে চির।।
দাস হরেকৃষ্ণ কান্দে কঠিন হৃদয়।
কিবা জল কিবা স্থল দেখি গোরাময়।।