গৌড় দেশে রাঢ় ভোমে শ্রীখণ্ড নামে গ্রামে
মধুমতী প্রকাশ যাহায়।
শ্রীমুকুন্দ দাস সঙ্গে শ্রীরঘুনন্দন রঙ্গে
ভক্তিতত্ত্ব জগতে লওয়ায়।।
শুনি মধুমতী নাম নিত্যানন্দ বলরাম
সপার্ষদে দিল দরশন।
দেখি অবধৌত চন্দ্র হইয়া পরমানন্দ
নতি করি বন্দিলা চরণ।।
কহে নিত্যানন্দ রাম শুনি মধুমতী নাম
আসিয়াছি তৃষিত হইয়া।
এত শুনি নরহরি নিকটেতে জল হরি
সেই জল ভাজনে ভরিয়া।।
আনিয়া ধরিল আগে মধুস্নিগ্ধ মিষ্ট লাগে
গণ সহ খায় নিত্যানন্দ।
যত জল ভরি আনে মধু হয় ততক্ষণে
পুন পুন খাইতে আনন্দ।।
মধুমতী মধু দান সপার্ষদে করি পান
উনমত অবধৌত রায়।
হাসে কান্দে নাচে গায় ভূমে গড়াগড়ি যায়
উদ্ধবদাস রস গায়।।