গৌরাঙ্গ লাবণ্য রূপে কি কহিব এক মুখে
আর তাহে ফুলের কাঁচনি।
চাঁদ মুখের হাসি জীব না গো হেন বাসি
আর তাহে ভাতিয়া চাহনি।।
বিহি সে গঢ়ল রূপ ছান্দে।
কেমন কেমন করে মন সব লাগে উচাটন
পরাণ পুতলি মোর কান্দে।।ধ্রু।।
বিধিরে বলিব কি করিলে কুলের ঝি
আর তাহে নহি স্বতন্তরী।
গেল কুল লাজ ভয় পরাণ রহিবার নয়
মনের অনলে পুড়ে মরি।।
কহিব কাহার আগে কহিলে পিরীতি ভাঙ্গে
চিত মোর ধৈরজ না বান্ধে।
নয়নানন্দের বাণী শুন শুন বিনোদিনী
ঠেকিলা গৌরাঙ্গ প্রেম ফান্দে।।