গৌর -প্রেম অথাই আমি ঝাঁপ দিয়েছি তায়।
এখন অোমার প্রাণ বাঁচা ভার করি কি উপায়।।
ইন্দ্র বারি শাসিত করে উজান ভাঁটা বইতে পারে
সে ভাব আমার নাই অন্তরে কোট সাধি কোথায়।।
একে সে প্রেম নদীর জলে থাই মেলে না নোঙর ফেলে
বেহুঁশিয়ারে নাইতে গেলে কাম কুমীরে খায়।।
গৌর-প্রেমের এমনি লেঠা আসতে কাটা যেতে কাটা
না বুঝে মুড়ালাম মাথা অধীন লালন কয়।।