গৌর-বরণ হেরিয়া বিজুরী
গগনে বসতি ভেল।
ত্রিভূবনে যত শোভার বিততি
হারি পরাজিত ভেল।।
দেখ দেখ মদনমোহন রূপ।
মাঝার শোভায় গরব তেজিয়া
পলায়ল মৃগ ভুপ।।
শুনি করিবর গমন সঞ্চার
চরণে সঁপিয়া গেল।
ভয় পাই মনে কুরঙ্গিণীগণে
লোচন ভঙ্গিমা দিল।
কেশের শোভায় চমরীর গণে
নিজ অহঙ্কার ছাড়ি।
বনে প্রবেশিয়া লজ্জিত হইয়া
অভিমানে রহে পড়ি।।
যুবতী গরব নাশিতে গৌর
উদয় নদীয়া মাঝে।
চন্দ্রশেখর কহয়ে বজর
পড়িল যুবতী লাজে।।