গৌর-বরণ মণি-আভরণ
নাটুয়া-মোহন বেশ।
দেখিতে দেখিতে ভুবন ভুলল
টলিল সকল দেশ।।
মলুঁ মলুঁ সোই দেখিয়া গৌর-ঠামে।
বধিতে যুবতী গঢ়ল কি বিধি
কামের উপরে কাম।।
চাঁপা নাগেশ্বর মল্লী থরে থর
বিনোদ কেশের সাজ।
ও রূপ দেখিতে যুবতী উমতি
হরল ধৈরজ লাজ।।
ও রূপ দেখিয়া পতি উপেখিয়া
নদীয়া-নাগরী কান্দে।
ভণে বলরাম আপনা নিছিল
গোরা-পদ-নখ-ছান্দে।।