গৌর বরণ হিরণ কিরণ
অরুণ বসন তায়।
রাতা উতপল নয়ন যুগল
প্রেমধারা বহি যায়।।
দেখ দেখ নবদ্বীপ রাজ।
ভাবে বিভোর সদা গর গর
মধুর ভকত মাঝ।।ধ্রু।।
কহয়ে আবেশে পূরব বিলাসে
মধুর রজনী কথা।
অমিয়া ঝরণ ঐছন বচন
হরল মনের বেথা।।
শুনি হরষিত সকল ভকত
প্রেমের সাগরে ভাসে।
সে সব সোঙরি কান্দয়ে গুমরি
দীন গোবর্দ্ধন দাসে।।