গৌর মনোহর নাগর-শেখর।
হেরইতে মুরছই অসিম কুসুম-শর।।
কাঞ্চন রুচিতর রুচিত কলেবর।
মুখ হেরি রোয়ত শরদ-সুধাকর।।
জিনি মদ-কুঞ্জর গতি অতি মন্থর।
অধর সুধারস মধুর হসিত ঝর।।
নিজ নাম মন্তর জপয়ে নিরন্তর।
ভাবে অবশ তনু গরগর অন্তর।।
হেরি গদাধর-মুখ অতি কাতর।
রাই রাই করি পড়ই ধরণি পর।।
লোচন-জলধর বরিখয়ে ঝরঝর।
মরমে ভরল খর বিষম বিরহ-জর।।
অতি রসে গরগর না চিনে আপন পর।
রোয়ত করে ধরি পতিত নীচতর।।
ও রস-সাগরে মগন সুরাসুর।
বিন্দু না পরশল বলরাম দাস পর।।