ঘরে কি হয় না ফকীরী । কেন হলি রে নিমাই আজ দেশান্তরী।।
ভ্রমি বার বসে তের, আরও তো হতে পারে কার,
বলে গেলে হয় , সে ও তো কথা নয় মন না হলে নির্বিকারী।।
মন না মুড়ায়ে কেন মুড়ালে তাইতে কি রতন মেলে,
মনে দিয়ে বেঁধেছ যে জন তারি কাছে সদায় বাঁধা হরি।।
ফিরে ঘরে চলরে নিমাই ঘরে সাধলে হবে কামাই
বলে এই কথা কাঁদে শচীমাতা লালন বলে, লীলের বালিহারী।।