ঘরে হৈতে আইলাম বাঁশী শিখিবারে।
নিজ দাসী বলি বাঁশী শিখাহ আমারে।।
কোন্‌ রন্ধ্রেতে শ্যাম গাও কোন্‌ তান।
কোন্ রন্ধ্রের গানে বহে যমুনা উজান।।
কোন্ রন্ধ্রেতে শ্যাম গাও কোন্ গীত।
কোন্ রন্ধ্রের গানে রাধার হরিলে হে চিত।।
কোন্‌ রন্ধ্রের গানেতে কদম্ব ফুল ফুটে।
কোন্ রন্ধ্রের গানেতে রাধার নাম উঠে।।
ভাল হইল আইলে রাই মুরলী শিখাব।
জ্ঞানদাসের মনে বড় আনন্দ হইব।।