চলিতে না পার রসের ভরে।
আলস নয়ান আপনি ঝরে।।
ঘন ঘন তুমি বাহিরে যাও।
আন ছলে কত কথা বুঝাও।।
না জানিয়ে কিবা অন্তরে সুখে।
আঁচরে কাঞ্চন ঝলক মুখে।।
মরমে পিরীতি বেকত অঙ্গে।
তিলেক সোয়াথ না দেয় অনঙ্গে।।
কালা বরণ দেখি চমকি চাও।
ভাবে বেয়াকুল ওর না পাও।।
কপোলে পুলক বেকত দেখি।
প্রেমকলেবর ততহিঁ সাখী।।
জ্ঞানদাস রস ভাবিয়া গায়।
রসের বেভার লুকা না যায়।।