চলু রাজপথে রাই সুনাগরি
লাসবেশ করি অঙ্গে।
ঘৃত দধি দুগ্ধে সাজাইয়া পসরা
সহচরি করি সঙ্গে।।
পাটের জাদেতে বান্ধিয়া কবরী
বেড়িয়া মালতীমালে।
সিঁথায় সিন্দূর লোচনে কাজর
অলক তিলক ভালে।।
মণি আভরণ শ্রবণে কুণ্ডল
গীমে সুরেশ্বরী হার।
রূপ নিরূপম বিচিত্র কাঁচুলি
পীন পয়োধর ভার।।
চরণ কমলে রাতুল আলতা
বাজন নূপুর বাজে।
গোবিন্দাই ভণে ও রূপ যৌবনে
জিতব নিকুঞ্জরাজে।।