চল দেখি যায়্যা সই চল দেখি যাঞা।
দাঁড়াঞা বৈয়াছে শ্যাম ত্রিভঙ্গ হইয়া।।
চরণে চরণ বেড়া ত্রিভঙ্গ হইয়া।
ঝুমরি গাইছে শ্যাম বাঁশরী বাজাইয়া।।
হরিয়া লইল কুল বঙ্কিম চাহিয়া।
অঙ্গ-ভঙ্গ কৈল শ্যাম ঈষদ হাসিয়া।।
কালিয়া বরণখানি অঞ্জন জিনিয়া।
হেরি রূপ পুলকিত নিমানন্দের হিয়া।।