চল বৃন্দাবনে ধনি চল বৃন্দাবনে।
সে শ্যাম নাগর ছাড়ি রয়েছ কেমনে।।
মন্দ মন্দ সুশীতল পবন না বহ।
স্থকিত যমুনা দুখিতা মনে রহ।।
না ফুটয়ে তরুলতা পীড়িত ভ্রমরি।
পিকু সহ করি গান না নাচয়ে মউরি।।
সব সুখের সুখ তুমি বুঝিলাম বিশেষ।।
তোমা বিনে বৃন্দাবনে নাহি সুখের লেশ
গোবিন্দদাস কহে কর অবধান।
তুমি গেলে তোমার শ্যাম পাইবে পরাণ