চল মোরা জল ভরিতে যাই প্রাণ সখি গো।।
জলের ঘাটে নদীর তটে বাজায় বাঁশী প্রাণ কানাই।।
যাইব যমুনার জলে প্রাণ বন্ধুরে দেখবো বলে গো।
দেখে কালা কদম তলে জন্মের মত প্রাণ জুড়াই ।।
ঐ শুন গো বাজায় বাঁশী মন প্রাণ করিয়ে উদাসী গো।
আমি তার লাগি হইয়াছি দোষী গকুলে কলঙ্কি রাই।।
রিয়াছত বলে চল সকালে যাইব যমুনার জলে গো।
বলোক লোকে যাই বলে যদি বন্ধেরে দেখা পাই।।