চল যাই আনন্দের বাজারে
চিত্ত মন্দ, তম-অন্ধ নিরাঙ্গ রবে না রে।
সুজনার সুজনাতে সহজ-প্রেম হয় সাধিতে,
যাবি নিত্যধামেতে প্রেম-পদের বাসনা,
প্রেমের গতি বিপরীতি সকলে জানে না।
সে ত কৃষ্ণ প্রেমের বেচাকেনা–অন্য বেচাকেনা নাই রে।
সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলেন ধারণ
হইলেন গৌর বরণ রাধার প্রেম-সাধনা
আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে,
সে নেহাত প্রেম অধর ধরা–লালন বলে–যেতে পারে।