চিত্র-পট করে লৈয়া রসবতী রাই।
মিলাই দেখই ধনি অনিমিখে চাই।।
চরণে চাহিয়া দেখে সোণার নূপূর।
নখ-চন্দ্র শোভা করে অতি সুমধুর।।
কটি-তটে পীত বাস মেঘেতে বিজুরী।
নিতম্বে কিঙ্কিণী তাহে আছে সারি সারি ।।
দর্পণে মণ্ডিত দেখে হৃদয়-বলনি।
বনমালা-মাঝে দোলে কৌস্তুভ-মণি।।
কোটি-চাঁদ জিনি শোভা অধর-বান্ধুলী।
মুখ-মাঝে বিরাজিত মোহন-মুরলী।।
কপালে তিলক-পাঁতি অলকিত গণ্ড।
চাঁচর চিকুরে শোভে মউর-শিখণ্ড।।
আপনা পাসরে রাই দেখিয়া মাধুরী।
যদুনাথ দাসে কহে আকুল কিশোরী।।