চিত চোর গৌর অঙ্গ
রঙ্গে ফিরত ভকত সঙ্গ
মদনমোহন ছন্দুয়া।
হেমবরণ হরণ দেহ
পুরল তরুণ করুণ মেহ
তপত জগত বন্ধুয়া।।
ভাবে অবশ দিবস রাতি
নীপ কুসুম পুলক পাঁতি
বদন শরদ ইন্দুয়া।
সঘনে রোদন সঘনে হাস
সঘনে সরস বিরস ভাষ
নিবিড় প্রেম সিন্ধুয়া।।
অমিয়া জিতল মধুর বোল
অরুণ চরণে মঞ্জির রোল
চলত মন্দ মন্দুয়া।
অখিল ভুলন প্রেমে ভাস
গোবিন্দদাসিয়া করত আশ
প্রেমসিন্ধু বিন্দুয়া।