চিন্তার ঔষধ নাই কি ভুবনে।
ভাই রে সুবল আমারে বল আছেনি কোন স্থানে।।
যারে পাইছে চিন্তা জ্বরে সে কি আর শুইতে পারে রে।
রাত্র-দিনে তার অন্তরে কাটে রে ব্রজঘুণে।।
হইয়া রাধার অনুরাগী আমি হইলাম চিন্তারোগী রে।
দেশে হইলাম দোষের ভাগী মন্দ কয় অন্ধ গণে।।
রাধার প্রেমে মরছি প্রাণে তার চিন্তা আমার মনে রে।
যার ব্যথা সেই জানে অন্য জানবে কেমনে।।
আমার মত মরছে যারা আমার দুঃখ বুঝবে তারা রে।
বুঝে তারা চিন্তার ধারা বুঝবে না অন্য জনে।।
যেই চিন্তা আমার প্রাণে বুঝবে কি আর অন্ধগণে রে।
আমার ঔষধ নাই ভুবনে রিয়াছত কয় রাধা বিনে।।