চিরুণি করে ধরি কেশ বেশ করি
সিঁথায়ে দেই সিন্দূরে।
লাস বেশ করি বসন পরায়ই
পায়ে ধরি পরায়ে নূপুর।।
সই পিয়াগুণ কহন না যায়।
দারিদ হেম যেন তিলেক না ছোড়ই
রভয়ে রজনি গোঙায়।।ধ্রু।।
সে মোর শ্রমজল আঁচরে মোছই
দেয়ই বসনক বায়।
চম্পক মাল জনু সমান সাজে তনু
হিয়া বিনু শেজে না শোয়ায়।।
চিবুক ধরি মুখ সঘনে নেহারই
যে কিছু কহয়ে মঞ্জুল।
অধর নীরস হেরিয়া চুম্বই
আদরে খাওয়ায় তাম্বূল।
রভস আলসে নয়ন মুদি রহু
চমকি সঘনে জাগায়।
কানুক পিঠ দেই কবহু না শুতিয়ে
সখি ঘুমে আঁখি ঢুলায়।।
বৃন্দাবন ভরি রসের বাদর
দিন রজনী নাহি জান।
কৃপণ ধন সম তিলেক না ছোড়ই
কবিশেখর পরমাণ।।