চীত চোর গৌর-অঙ্গ
রঙ্গে ফিরত ভকত সঙ্গ
মদনমোহন-ছন্দুয়া।
হেম-বরণ-হরণ দেহা
পুরল তরুণ করুণ মেহ
তপত-জগত-বন্ধুয়া।।
ভাবে অবশ দিবস রাতি
নীপ-কুসুম পুলক-পাঁতি
বদন শরদ ইন্দুয়া।
সঘনে রোদন সঘনে হাস
আনহি বরণ বিরস ভাষ
নিবিড় প্রেম-সিন্ধুয়া।।
অমিয়া জিতল মধুর বোল
অরুণ চরণে মঞ্জির রোল
চলত মন্দ মন্দুয়া।
অখিল ভুবন প্রেমে ভাস
আশ করত গোবিন্দদাস
প্রেম-সিন্ধু-বিন্দুয়া।।