জটিলার ঘরে রঙ্গে শুতি রহু শ্যাম অঙ্গে
চমকি উঠিল বিনোদিনী ।
বিষম সঙ্কট মর শুন শ্যাম সুনাগর
গুরুজনা জানিবে এখনি।।
হাসিবে সব ঘরে পরে সঙ্কটে পড়িয়া গেলেম মরে
অলস তেজিয়া দেখি করে কয়ালিয়া আঁখি
ধাইয়া চলিল বনমালী।
পরিতে পরিতে বস্ত্র চলি গেল অতি দ্রুত
রাই শয্যায় ফেলিয়া মুরলি।।
খনেক সময়ে আসি কুটিলা পাইলা বাঁশি
প্যারী ছিল শয্যার উপরে
বাঁশরি লইয়া যায় যথা আছে জটিলায়
কি বলিব বাহ্য নাহি স্বরে।।
লোকেতে বলে জা নয়নে দেখিল তা
জানা গেল রাই কলঙ্কিনী।
গোবিন্দদাস কয় গুপ্তপ্রেম ব্যক্ত হয়
আর কি করিবে গুণমণি।।