জলে তোরা কে যাবে গো আয়।
ঐ শোন রাধা রাধা বলে প্রাণবন্ধে বাঁশী বাজায়।।
সখি যদি যাও জলে কলসী লও কাকে তুলে গো।
রাধিকার বন্ধুরে পাইলে ইসারাতে দেখাই বায়।।
প্রাণ বন্ধের বাঁশীর টান আকুল করিল প্রাণ গো।
আমার ধর্মে কর্মে নাই অবধান যাই চল গো যমুনায়।।
যদি বন্ধে দেখা করে জনমের মত দেখব তারে গো।
মন প্রাণ উৎসর্গ করে দিমু বন্ধের রাঙ্গা পায়।।
জলের ঘাটে কদমতলে বসে বন্ধু বৃক্ষমূলে গো।
রাধারাণীর প্রেমছলে রিয়াছত কয় বাঁশী বাজায়। ।