জাগল শিখিকুল কোকিল কল কল
শবদই দ্বিজ অলি আলী।
তেজল আলস যুগল কলেবর
ধনিমুখ হেরি বনমালী।।
কহে পুন প্রাণপিয়ারী।
দেখহ দারুণ দিনকর উদয়তি
দুখদায়ক নর নারী।।ধ্রু।।
তুহুঁ বরনাগর রসময় সাগর
মঝুকর জানহ রীত।
পরিজন দুরজন ননদিনি দারুণ
কাঁপয়ে হিয়া ভয়ভীত।।
তুহুঁকর অঙ্গ সঙ্গ রস রঙ্গ এ
তেজি চলব অব গেহা।
বয়নক বোল কহব অব কৈছনে
ঐছন তুহুঁক সুনেহা।।
কহইতে ঢরকি নীরে ভরু লোচন
রোধল বয়নক বোল।
সরবানন্দ কহ অতিশয় দুরগহ
দুহুঁকর প্রেম অমোল।।