নীল কমল উতপল। রাই কানু মুখ ঝলমল।। নব ঘন উজোর বিজুরী। উছলয়ে দ্যুতি সুকুমারী।। দুহুঁ তনু ভুজলতা দিয়া। বান্ধি দোহে আছয়ে শুতিয়া।। নীল পীত বসন বদল। হেরি হিয়া হয়ে উতরল।। গলিত ভূষণ বেশ-ভার। টুটিয়াছে দুহুঁ হিয়ে হার।। সুকুসুম শেজে সুশয়ান। ধরি রহু বয়ানে বয়ান।। আঁখি মুন্দি নিন্দের আলিসে। শির ধরি বিচিত্র বালিসে।। প্রিয় সখী সুখে […]
keyboard_arrow_right