• উজোর বিজুরি নবীন কিশোরী
    উজোর বিজুরি নবীন কিশোরী নব জলধর সঙ্গ। সখীগণ সম নয়ন অঞ্জন রূপ অদভূত রঙ্গ।। ধনি ধনি ধনি হেরলো সজনি রজনি জানি কি শেষ। তরুণ অরুণ বড় অকরুণ গগনে কিরণ রেশ।। নিবিড় তিমির দূরহি দূর বিধুবর মৈলান। উড়ুপ স্বরূপ তেজিয়া বিরূপ কুরূপ যামিনী ভান।। শেফালিকাগণ খসে ঘনে ঘন ঘূ ঘূ শবদ নিত। হসিত নলিনী মলিন কুমুদ […] keyboard_arrow_right
  • এমতি নাগর পালঙ্ক উপর
    এমতি নাগর পালঙ্ক উপর আপন শয়ন ঘরে। চৌদিকে চাহিয়া তরাসিত হৈয়া যাইয়া শয়ন করে।। শিথান বালিশে ঘুমল আলিসে সুকোমল শেজ পরি। বিলাসের চিহ্ন তনু পরবীণ ছিন্ন হার উরে ধরি।। শ্রীনন্দ মহল স্বজন সকল শয়নে ঘুমায়্যা আছে। নিশি পোহাইল সকল জাগল সরবা সখীর কাছে।। keyboard_arrow_right
  • জাগল শিখিকুল কোকিল কল কল
    জাগল শিখিকুল কোকিল কল কল শবদই দ্বিজ অলি আলী। তেজল আলস যুগল কলেবর ধনিমুখ হেরি বনমালী।। কহে পুন প্রাণপিয়ারী। দেখহ দারুণ দিনকর উদয়তি দুখদায়ক নর নারী।।ধ্রু।। তুহুঁ বরনাগর রসময় সাগর মঝুকর জানহ রীত। পরিজন দুরজন ননদিনি দারুণ কাঁপয়ে হিয়া ভয়ভীত।। তুহুঁকর অঙ্গ সঙ্গ রস রঙ্গ এ তেজি চলব অব গেহা। বয়নক বোল কহব অব কৈছনে […] keyboard_arrow_right
  • দেখ সখি ঘুমল যুগল কিশোর
    দেখ সখি ঘুমল যুগল কিশোর। ভুজে ভুজে ছন্দবন্ধ করি শূতল ওরুপ কো করু ওর।।ধ্রু।। মরকত কাঞ্চন জোড়ি। এক অনুরাগ ডোরি সোহাগহি আগরি নাগরি নাগর ভোরি।। বদনে বদনে দুহুঁ হাসিমাখা লহু লহু দু-চান্দে করল বিহি এক। শ্যাম ঊরু উপর রাই চরণ ধরু পরম পিরীতি পরতেখ।। বিগলিত বেশ বসন ভেল দুহুঁ তনু চরণে চরণে একাকারে। সখিগণ নয়ন […] keyboard_arrow_right
  • দেখ সখি যুগল কিশোর
    দেখ সখি যুগল কিশোর। সুশয়নে দুহুঁ ভেল ভোর।। কলপ তলপ সুশোভন। মঞ্জু কুঞ্জ পরম মোহন।। ফুল সে ফুটিল সারি সারি। দরশনে আপনা পাসরি।। শারদীয়া নিশা ঝলমল। বিথারয়ে চারু পরিমল।। ভানুতনিতট নিরমল। সুবিমল পরামৃত জল।। তার তীরে তরু সুগঠন। মূল বান্ধা মাণিক রতন।। তাহে নিশবদ নিজ গণ। দরশনে তৃষিত নয়ন।। আশে পাশে হাসে সহচরী। কুঞ্জজালে আঁখি […] keyboard_arrow_right
  • নাগর নাগরী মুখ হেরাহেরি
    নাগর নাগরী মুখ হেরাহেরি কর ধরাধরি করি। নিকুঞ্জ হইতে সহচরী সাথে সরসে হরয়ে ভরি।। বাহির অঙ্গনে আসি। আদিত উদিত দেখি চমকিত নিশি নাহি মনে বাসি।।ধ্রু।। আপন ভবন গমন কারণ মন উচাটন হৈয়া। দুহুঁ দোহাঁ হেরি অঙ্গের মাধুরী রহে অনিমিখে চায়্যা।। বিসরল গেহ দেহ নহে থির নেহ বড় পরবীণ। রাধা মাধবের পিরীতি পাথারে সরব-আনন্দ মীন।। keyboard_arrow_right
  • নীল কমল উতপল
    নীল কমল উতপল। রাই কানু মুখ ঝলমল।। নব ঘন উজোর বিজুরী। উছলয়ে দ্যুতি সুকুমারী।। দুহুঁ তনু ভুজলতা দিয়া। বান্ধি দোহে আছয়ে শুতিয়া।। নীল পীত বসন বদল। হেরি হিয়া হয়ে উতরল।। গলিত ভূষণ বেশ-ভার। টুটিয়াছে দুহুঁ হিয়ে হার।। সুকুসুম শেজে সুশয়ান। ধরি রহু বয়ানে বয়ান।। আঁখি মুন্দি নিন্দের আলিসে। শির ধরি বিচিত্র বালিসে।। প্রিয় সখী সুখে […] keyboard_arrow_right
  • রাধিকামুখারবিন্দ মন্দ মন্দ হাস হোয়
    রাধিকামুখারবিন্দ মন্দ মন্দ হাস হোয়। ঝলকে দশন রসনা রসন কুন্দ কোরকবর বিধুগণ নিন্দি মোতি জোতি ঝরত রচত মধুর ভাষ হোয়।। কুঞ্জ ভঙনে শ্যাম গোরি আলিস যুত নয়ন জোড়ি বালিস পর ঢরত গিরত উমত ঝুমত রঙ্গ হোয়। ভোরহিঁ বর রস বিথার মানস ভয় চয় বিকার প্রেমক গতি আরতি অতি চঞ্চল অলসাঙ্গ হোয়।। মন্দ পবন বহত ধীর […] keyboard_arrow_right
  • শেষ রজনি জনি হোত বিহান
    শেষ রজনি জনি হোত বিহান। দুহুঁ দোহাঁ মুখ হেরি ঝরয়ে নয়ান।। কাতর কমল বদনি ধনি গেহা। চলইতে চরণ অথির ভেল দেহা।। গলিত ভূষণ বেশ কেশ আউলাইয়া। সুকুঞ্চিত সপতিত মহী পরশিয়া।। সভয় গমন ধনি তনি সুকুমারী। গুরুজন অরুণ সঘন সুনেহারি।। যায় যায় ফিরি চায় নাগরের মুখ। বিচ্ছেদে বিষাদ মন বিদরয়ে বুক।। চলিতে না পারে কুচ নিতম্বের […] keyboard_arrow_right
  • সজনি ঐছন মন অনুমান
    সজনি ঐছন মন অনুমান। অতনুক তূণ শূন অনুমানিয়ে জানিয়ে নিশি অবসান।।ধ্রু।। ধূমল অমল কমল তলপোপরি কলপিত বেশ বিথার। সরস অলস ভর উভয় কলেবর বাস বদল ছিন হার।। ভুজে ভুজ আপি ঝাঁপি মুখে মুখ ধরু হিয়ে হিয়ে কুচযুগ জোড়ি। জঘনহি জঘন সঘন তড়িতাম্বর দর ঘরমাইত ভোরি।। শেষ রজনি জনি জানি সজনি পুনি দ্বিজকুলে করহ আদেশ। নিশবদ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ