দেখ সখি ঘুমল যুগল কিশোর।
ভুজে ভুজে ছন্দবন্ধ করি শূতল
ওরুপ কো করু ওর।।ধ্রু।।
মরকত কাঞ্চন জোড়ি।
এক অনুরাগ ডোরি সোহাগহি আগরি
নাগরি নাগর ভোরি।।
বদনে বদনে দুহুঁ হাসিমাখা লহু লহু
দু-চান্দে করল বিহি এক।
শ্যাম ঊরু উপর রাই চরণ ধরু
পরম পিরীতি পরতেখ।।
বিগলিত বেশ বসন ভেল দুহুঁ তনু
চরণে চরণে একাকারে।
সখিগণ নয়ন রসায়ন তনু মন
সরবানন্দ সুখসারে।।