জাবট মন্দিরে ধনী ললিতারে কহে বাণী
শুনগো পরাণ সহচরি।
কৃষ্ণ আমার পরাণ তারে করি সদা ধ্যান
অবে আমি কেমনে কি করি।।
আজ আমি তার মুখ হেজি পাইলই দুখ
শাশু যবে করয়ে ভর্ৎসনা ।
অপবাদ দিঞা মোরে নানা কুভর্ৎসনা করে
সদা হেরি নন্দেপোয়ে কাহ্না।।
যে বলে সে বলু মোরে না ছাড়িব সে নাগরে
সে কালা মো পরাণের মিত।
জাতিকুল যাব পিছে থিবি(থাকিব) তার কাছে কাছে
আর মোরে সবহি অচিত।।
চল সহচরি অবে কুথা আছে সে মাধবে
সঙ্কেত লই আবাহন ।
দ্বিজ চণ্ডীদাস কহে কোথা আছে শ্যামরায়ে
হেরি আস মদনমোহন।।