জীব ম’লে জীব যায় কোন্‌ সংসারে।
ঈশ্বরের ঘরবাড়ি যদি হয় অসার ভুবনে।।
রাম নারায়ণ গৌর হরি ঈশ্বর যদি গণ্য করি।
তারা তবে গর্ভধারী এ সংসারে হয় কেনে।।
যারে তারে ঈশ্বর বলা বুদ্ধি নাই তার অর্ধতোলা।
ঈশ্বরের হয় যম-জ্বালা ভাবো কিসে তাই মনে ।।
ত্রিজগতের মূলাধার সাঁই জন্মমৃত্যু তার কিছু নাই।
সিরাজ সাঁই কয়, লালন রে তাই থাকো সদায় ঠিক জেনে।।