জয় জয় ধ্বনি উঠে নদীয়া নগরে।
গোরা অভিষেক আজি পণ্ডিতের ঘরে।।
এনেছি এনেছি বলে অদ্বৈত গোসাঙ্গী।
মহা হুহুঙ্কার ছাড়ে বাহ্যজ্ঞান নাই।।
বাহু তুলে নাচে নাড়া তাধিয়া তাধিয়া।
পাছে পাছে হরিদাস ফিরেন নাচিয়া।।
শ্রীবাস শ্রীপতি আর শ্রীনিধি শ্রীরাম।
হর্ষভরে নৃত্য করে নয়নাভিরাম।।
জয় রে গৌরাঙ্গ জয় অদ্বৈত নিতাই।
বলি ভক্তগণ আসে করি ধাওয়াধাই।।
কেহ প্রেমে নাচে গায় কেহ প্রেমে হাসে।
গোরা অভিষেকলীলা গায় বাসূঘোষে।।