জয় জয় পণ্ডিত গোসাঁই।
যার কৃপাবলে সে চৈতন্য গুণ গাই।।
হেন সে গৌরাঙ্গচন্দ্রে যাহার পিরীতি।
গদাধর প্রাণনাথ যাহে লাগে খ্যাতি।।
গৌরগত প্রাণ প্রেম কে বুঝিতে পারে।
ক্ষেত্রবাস কৃষ্ণসেবা যার লাগি ছাড়ে।।
গদাইর গৌরাঙ্গ গৌরাঙ্গের গদাধর।
শ্রীরামজানকী যেন এক কলেবর।।
যেন একপ্রাণ রাধাবৃন্দাবনচন্দ্র।
তেন গৌর-গদাধর প্রেমের তরঙ্গ।।
কহে শিবানন্দ পহুঁ যার অনুরাগে।
শ্যামতনু গৌরাঙ্গ হইয়া প্রেম মাগে।।