তবে রাই সখী মেলা বিমনা গুহেতে গেলা
উপহার কৈলা কৃষ্ণ লাগি।
অপরাহ্নে স্নান কৈলা অঙ্গে বেশ বনাইলা
কৃষ্ণ দেখিবারে অনুরাগী।।
পরম আনন্দভরে বনপথ নেহারে
আগুবাঢ়ি দেখিলা গোবিন্দ।
নয়ানে নিমিষ পড়ে তাহে বিধি নিন্দা করে
এইরূপে বাঢ়িল আনন্দ।।
কৃষ্ণ অপরাহ্নকালে ধেনু মিত্র লৈয়া চলে
ব্রজবাসী করিবারে সুখী।
সখা সঙ্গে নানা রঙ্গে কত বিধ কথাছন্দে
শৃঙ্গ বেণু শিরে পাখাশিখী।।
রাধিকার মুখ দেখি আনন্দে তরল আঁখি
অতি তৃপ্ত হৈয়া গেল মনে।
পিতা মাতা গুরুগণে কৈল বহু লালনে
কহে দাস এ যদুনন্দনে ।।