তরু পর রৈয়া শুক ফুকারিয়া
কহয়ে আপন স্বরে।
কানুরে লৈয়া চলিল ধাইয়া
পদ্মা সহচরী ঘরে।।
শুকের বচন শুনি বিনোদিনী
অরুণ যুগল আঁখি।
অবনত মুখে মন্দমৃদু স্বরে
কহে গদগদ ভাখি।।
পদ্মার সখীর সঙ্গতি সুন্দর
শ্যাম মদুকররাজ।
যৈছে রসবতী তৈছন রসিক
মোর সনে নাহি কাজ।।
কামকলারসে কয়ল সরসে
জানয়ে কামের রীত।
কামুকী বুঝিয়া কামুক নাগর
তা সঞে করল প্রীত।।
তুহুঁ যাই সখি এ সব বচন
কহবি কানুক পাশ।
শুনিতে তুরিত নাহ নিয়ড়ে
চলিল উদ্ধব দাস।।